রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪
সাত খুনের আসামির ‘আত্মহত্যার চেষ্টা’
Home Page » জাতীয় » সাত খুনের আসামির ‘আত্মহত্যার চেষ্টা’বঙ্গ-নিউজঃ নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় কারাবন্দি এক র্যাব সদস্য ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাবের আরেক কর্মকর্তা গ্রেপ্তার
৭ খুন: গ্রেপ্তার ৩ র্যাব সদস্যের স্বীকারোক্তি
শ্বাসনালী কাটা অবস্থায় শনিবার প্রথম প্রহরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় র্যাব-১১ এর সদস্য ল্যান্সনায়েক বেলাল হোসেনকে (৪৫)।
তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ আলী আহসান আসিফ।
তিনি বলেন, “বেলালের অবস্থা আশঙ্কাজনক। গলায় গুরুতর কাটা নিয়ে সে হাসপাতালে আসে। তার শ্বাসনালীও কাটা ছিল। রোগীকে বাঁচানোই এখন আমাদের মূল কাজ।”
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী বলেন, “রাত ১টায় ‘সেলফ কাট ইনজুরি’ নিয়ে ঢাকায় এলে বেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
বেলাল ছিল নারায়ণগঞ্জ কারাগারে। সেখানেই তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে জেলা পুলিশ জানিয়েছে
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকারিয়া বলেন, “মাঝরাতে নারায়ণগঞ্জ কারাগারে নিজের গলায় ব্লেড চালান বেলাল।”
তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সাত খুনের মামলায় গত ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বেলাল। তার আগে গত ২৭ অগাস্ট তাকে আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার করা হয়।
সাত খুনে র্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, দুই কর্মকর্তা এম এম রানা ও আরিফ হোসেন ছাড়াও পাঁচ সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, বেলালসহ র্যাব সদস্যরা কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারকে তুলে নিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। তবে তারা বলেছেন, তারা কর্মকর্তাদের আদেশ পালন করেছিলেন মাত্র।
নজরুলের পরিবারের অভিযোগ, কাউন্সিলর নূর হোসেন র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৩৫:৪৯ ৩৬১ বার পঠিত