শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশে বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহিত করবে জাপান: শিনজো

Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশে বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহিত করবে জাপান: শিনজো
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪



shinzoabe.jpgবঙ্গ-নিউজঃ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, তিনি তার দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে উত্সাহিত করবেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে আরও উন্নত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (শনিবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ কথা বলেন।

জাপানের প্রধানমন্ত্রীর সম্মানে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সহআয়োজক বিনিয়োগ বোর্ড ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

শিনজো বলেন, জাপানি বিনিয়োগ আকর্ষণে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, সেই উদ্যোগকে জাপান স্বাগত জানায়। বিগ-বি (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট) হিসেবে বাংলাদেশের ভূ-রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শিনজো।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মে মাসের জাপান সফরের কথা উল্লেখ করে শিনজো বলেন, ‘ওই সময় তাকে ৫/৬ বছরের মধ্যে ৬০০ কোটি সহায়তার আশ্বাস দেয়া হয়েছিল। এরইমধ্রে ১২০ কোটি ডলারের চুক্তি হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটি আশা করছে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
আজ (শনিবার) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে আর এ গণিকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৮:০৮:১৪   ৩৪৭ বার পঠিত