শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪
ডাচ বাংলা ব্যাংকের ১০২ কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান
Home Page » অর্থ ও বানিজ্য » ডাচ বাংলা ব্যাংকের ১০২ কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদানবঙ্গ-নিউজ: গোবরে সবগুলো পদ্মফুল পুরোপুরি ফুটতে পারে না। বিভিন্ন কারণে ঝরে পড়ে। আর এসব ঝরে পড়াদের জন্য ডাচ বাংলা ব্যাংক সহযোগিতা বৃত্তি দিচ্ছে।চেষ্টা থাকলে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পুরো শিক্ষা জীবন ভরেই পাওয়া যায়। এজন্য বৃত্তি পাওয়ার চেষ্টা সবাইকে অব্যাহত রাখতে হবে।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংকের ১০২ কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।
২০১৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন স্থানের পাঁচ হাজার ৫০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, নেদারল্যান্ডসের রাস্ট্রদূত গার্বেন ডিজং, ডাচ বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে এম তাবরেজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২:০৮:৫১ ৩৫৫ বার পঠিত