শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪
নেইমারের গোলে ব্রাজিলের জয়
Home Page » খেলা » নেইমারের গোলে ব্রাজিলের জয়বঙ্গনিউজ-ফ্লোরিডার মিয়ামিতে একটি প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নেইমারের দেওয়া একমাত্র গোলে জয় পেয়েছে ব্রাজিল।
এ ম্যাচের মধ্য দিয়ে দেশের হয়ে আবারো মাঠে নেমেছিলেন নেইমার। এই প্রতিপক্ষের খেলোয়াড়ের আঘাতেই তিনি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন। তার সঙ্গে ছিটকে পড়েছিল ব্রাজিলও।
শুধু মাঠে নামাই নয়, মাঠে নেমেছেন ব্রাজিলের নতুন দায়িত্ব নিয়ে। অধিনায়ক হিসেবেই মাঠে নেমেছেন নেইমার।
বিশ্বকাপের ব্যর্থতার পর লুইস ফেলিপ স্কলারির উত্তরসূরি হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের দায়িত্ব নেওয়া ব্রাজিলের নতুন কোচ কার্লোস দুঙ্গার এটি প্রথম ম্যাচ।
আর অন্যদিকে গত বিশ্বকাপে দারুন খেলা কলম্বিয়া হোসে পেকারম্যানকেই কোচ হিসেবে রেখে দিয়েছে।
সান লাইফ স্টেডিয়ামে প্রথমার্ধ থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা গড়াতে থাকে। প্রথম আধা ঘণ্টায় গোলের সুযোগ পায়নি কোনো দলই।
তবে ব্রাজিলের গোলের সুযোগ তৈরি হয় ম্যাচের ৩৫ মিনিটে। চেলসিতে খেলা অস্কারের দারুন একটি সুযোগ নষ্ট হলে গোলের দেখা মেলেনি গত পাঁচ ম্যাচে মাত্র দুটিতে জয় পাওয়া ব্রাজিলের।
এর দুই মিনিট পর ব্রাজিলের ডি বক্সের বাইরে বল পেলেও তা জালের ঠিকানা খুঁজে পায়নি কলম্বিয়ার জুনিগা। ম্যাচের ৪১ মিনিটেও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল গত পাঁচ ম্যাচের চারটিতেই জয় পাওয়া কলম্বিয়া। কুয়াদ্রাদোর নিচু শটটি রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসন।
প্রথমার্ধে কোনো দল গোলের দেখা না পেলে গোল শূণ্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ১২ ও ৪৯ মিনিটে দুটি হলুদ কার্ড দেখা হুয়ান কুয়াদ্রাদোকে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন।
ফলে দশ জনের দলে পরিনত হয় কলম্বিয়া। তবে, তার কয়েক সেকেন্ড আগে ফার্নন্দোর পাস থেকে বল পেয়ে নেইমারের গোলের সুযোগ নষ্ট হয়।
ম্যাচের ৬০ মিনিটে দলে নতুন ডাক পাওয়া ব্রাজিলের তারদেলি কলম্বিয়ার গোল মুখে প্রথম শট নিলেও তা গোলরক্ষক অসপিনা রুখে দেন। ম্যাচের ৭৩ মিনিটে ক্যামিলো জুনিগার বদলি হয়ে মাঠে নামা মেজিয়া পরের মিনিটে বল পেয়েও গোল বক্সে বাধা পান।
বিশ্বকাপের আগে চোটে পড়া কলম্বিয়ার হয়ে ব্রাজিল যেতে না পারা রাদামেল ফ্যালকাও ম্যাচের ৭৭ মিনিটে বিশ্বকাপের গোল্ডেন বুট পাওয়া জেমস রদ্রিগেজের বদলি হিসেবে মাঠে নামেন।
পেকারম্যান ফ্যালকাওকে মাঠে নামালে দুঙ্গাও তার দলে পরিবর্তন আনেন। দিয়েগো তারদেলিকে তুলে নিয়ে মাঠে পাঠান রবিনহোকে।
তবে দশজনের দলের বিপক্ষে অবশেষে গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের ৮৩ মিনিটে গোল করেন সেলেকাওদের নতুন অধিনায়ক নেইমার। ফ্রি-কিক থেকে তিনি গোলটি করেন।
নেইমারের দেওয়া একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
বাংলাদেশ সময়: ১০:৪৯:২৬ ৩৩৮ বার পঠিত