শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৭

Home Page » শিক্ষাঙ্গন » ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৭
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪



trr.jpgবঙ্গ-নিউজ-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পরীক্ষা শুরুর পর তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পরীক্ষার্থী রাজন, দিপু চন্দ্র রায়, প্রিতম, আশিকুজ্জামান, ইউসুফ, ইমরান ও আবুল হোসেন।

পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মোবাইলে এসএমএসে উত্তর প্রদানের বিষয়টি প্রমাণিত হয়।

আটকরা জানান, ঢাকা কলেজ ছাত্রলীগকর্মী রানা, জবি শিক্ষার্থী এনামুল, জবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈকত, ও রাসেল নামের কয়েকজন ছাত্র তাদের কাছে উত্তরের এসএমএস পাঠিয়েছে।

জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ জানান, আটক ওই সাত শিক্ষার্থীর প্রত্যেকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে উত্তর পাওয়ার প্রমাণ মিলেছে। আটকদের কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৮:১৪   ৩৯৮ বার পঠিত