শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০১৪
যুক্তরাষ্ট্রে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শত শত কর্মী আটক
Home Page » অর্থ ও বানিজ্য » যুক্তরাষ্ট্রে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শত শত কর্মী আটকবঙ্গ-নিউজঃমার্কিন যুক্তরাষ্ট্রে বেতন-ভাতা বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নত করার দাবিতে আন্দোলনরত শত শত ফাস্ট-ফুড কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আমেরিকার প্রায় ১৫০টি শহরের ফাস্ট-ফুড কর্মীরা দাবি আদায়ের লক্ষ্যে একযোগে বিক্ষোভ মিছিল বের করলে তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালানো হয়।
ম্যাকডোনাল্ড ও বার্গার কিং’সহ যুক্তরাষ্ট্রের প্রায় সব ফাস্ট-ফুড কোম্পানির কর্মীরা এ বিক্ষোভ মিছিলে যোগ দেন। তারা দাবি করেন, ঘন্টায় তাদেরকে অন্তত ১৫ ডলার পারিশ্রমিক দিতে হবে। বর্তমানে এসব কর্মী তাদের দাবিকৃত পারিশ্রমিকের অর্ধেক অর্থ পান।
বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে অন্তত ৪০০ ফাস্ট-ফুড কর্মী বিক্ষোভ করেন। বহু বিক্ষোভকারী সেখানকার ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান ধর্মঘটে বসে যান। আমেরিকার অন্য শহরগুলোতেও ঠিক একই কায়দায় বিক্ষোভ করেন ফাস্ট-ফুড কর্মীরা।বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, সারাদেশ থেকে অন্তত ৪৩০ জন কর্মীকে আটক করেছে পুলিশ। ডেট্রয়েট থেকে সর্বোচ্চ ৪০ জনকে এবং নিউ ইয়র্ক ও শিকাগো থেকে ২০ জন করে ফাস্ট-ফুড কর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আইন অমান্য ও শান্তিপূর্ণ বিক্ষোভ করার আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৭ ৩৪৯ বার পঠিত