শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০১৪

কাতার বিশ্বকাপ নিয়ে আবারও আলোচনা

Home Page » খেলা » কাতার বিশ্বকাপ নিয়ে আবারও আলোচনা
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০১৪



aqa-2183521.jpgবঙ্গ-নিউজঃ আয়োজকের মর্যাদা পাওয়ার পর থেকেই আলোচনায় কাতারের ২০২২ বিশ্বকাপ। ঘুষ কেলেঙ্কারী থেকে দুর্ঘটনায় বিদেশী কর্মীর মৃত্যু, এসব নিয়ে বার বারই সমালোচনার মুখে পড়েছে দেশটি।
এবার আলোচনায় এসেছে দুই মানবাধিকার কর্মীর নিঁখোজ হওয়ার পর। যারা বিশ্বকাপ প্রস্তুতির কাজে বিদেশী কর্মীদের অবস্থার ওপর রিপোর্ট করতে কাতারে এসে ছিলেন।
গত ৩১ আগষ্ট দোহা থেকে নিঁখোজ হন কৃষ্ণা জাপাদিয়া ও গ্রাহিমির গান্দেভ। একই সঙ্গে বৃটিশ-নেপালের এই দুই নাগরিক নওরেজিয়ান এনজিও ‘গ্লোবাল রাইটস ফর ডেভলপমেন্ট’-এর হয়ে কাজ করতে এসে ছিলেন।
দুই মানবাধিকার কর্মীর নিঁখোজ হওয়ার কথা নিশ্চিত করেছ দোহায় অবস্থিত বৃটিশ দূতাবাস। আর কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছে। তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বাংলাদেশ সময়: ১৫:৪০:২৪   ৩৮৭ বার পঠিত