শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০১৪
বারহাট্টায় শুরু হয়েছে ফলদ বৃক্ষমেলা, ২০১৪
Home Page » আজকের সকল পত্রিকা » বারহাট্টায় শুরু হয়েছে ফলদ বৃক্ষমেলা, ২০১৪নিজস্ব প্রতিবেদক,বঙ্গ-নিউজডটকমঃদেশী ফলের অনেক গুন , নেইকো তার জুড়ি
স্বাধে অর্থে তুলনাহীন , পুষ্টি কিংবা আহার ” এই শ্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এবং বারহাট্টা উপজেলা প্রশাসনের সহযোগীতায় বারহাট্টায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী ফলজ বৃক্ষমেলা উক্ত মেলা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত । মেলার শুভ উদ্ভোধন করেন জনাব আরিফ খান জয় , মাননীয় উপ-মন্ত্রী , যুব ও ক্রিড়া মন্ত্রনালয় । মেলা উদ্বোধন শেষে মন্ত্রী সকল ষ্টল ঘুরে দেখেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পারি ডেভেলপমেণ্ট ট্রাস্ট সংস্থা দ্বারা প্রদর্শিত পরিবেশ বান্ধব গ্রামের নমুনা দেখে তিনি মুগ্ধ হন । তিনি বলেন বাংলাদেশের প্রতিটি গ্রাম যাতে এ রকম হয় তার জন্য আরো বেশী করে কাজ করার জন্য উপস্থিত পারি সংস্থার সকল ষ্টাফদেরকে উৎসাহ দেন । ষ্টল প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভাঅনুষ্ঠিত হয় । অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আরিফ খান জয়,মাননীয় উপমন্ত্রী , যুব ও ক্রিড়া মন্ত্রনালয় । স্বাগত বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসার জনাব সাদিকুর রহমান । অন্যদের মধ্যে বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, উপজেলা চেয়ারম্যান মো: মানিক আজাদ, সহকারী পুলিশ সুপার, বারহাট্টা সার্কেল মো: আমিনুল ইসলাম প্রমুখ । মন্ত্রী বলেন নেত্রকোনার উন্নয়নে অত্র এলাকায় যে সকল সংস্থা, সামাজিক সংগঠন সমাজের উন্নয়নে কাজ করবে আমরা তাদের অগ্রাধিকার দিব।
বাংলাদেশ সময়: ১১:১৯:১৬ ৩৫৩ বার পঠিত