বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০১৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে আত্মহত্যার রাজধানী ভারত:
Home Page » এক্সক্লুসিভ » বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে আত্মহত্যার রাজধানী ভারত:বঙ্গ-নিউজঃএক দশক ধরে গবেষণার চালিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন লোক আত্মহত্যা করে। বিশ্বের প্রতি তিন জন আত্মহত্যাকারীর মধ্যে একজন ভারতীয়।বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, প্রতি দুই মিনিটে একজন ভারতীয় আত্মহত্যা করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে শুধু ২০১২ সালেই ২ লাখ ৫০ হাজার ভারতীয় আত্মহত্যা করেছে।
তবে সরকারের হিসেবে এই সংখ্যা অনেক কম।
ভারতে তরুণরাই বেশি আত্মঘাতী হয়। ১৫ থেকে ২৯ বছর বয়সী লোকজনই ভারতে বেশি আত্মহননের পথ বেছে নেয়। নারীদের চেয়ে আবার পুরুষের আত্মহত্যার হার বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিবেদনটির প্রধান গবেষক শেখর স্যাক্সেনা বলেন, ‘আত্মহত্যার চেষ্টাকারী ২১ জন লোকের মধ্যে একজন মারা যায় বলে দেখা যাচ্ছে।’
অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান অধ্যাপক এমসি মিস্র বলেন, ‘এটা একটা ভীষণ গুরুতর সমস্যা এবং এটা ভবিষ্যতে বাড়তেই থাকবে। কারণ সমাজে ভোগবাদ ঢুকে পড়েছে। সামাজিক অসাম্য, অর্থনৈতিক অসাম্য, শিক্ষাগত অসাম্য, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হওয়া এবং অন্যান্য অনেক কারণে আত্মহত্যার ঘটনা ঘটে।’
তিনি বলেন, কোনো কারণ ছাড়াই তার বোনের মেয়ে আত্মহত্যা করেছে।
তিনি বলেন, একবার যে আত্মহত্যার চেষ্টা করে সে বারবারই সেটা করে থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বেশিরভাগ আত্মহত্যাই এড়ানো সম্ভব।
আত্মহত্যা রোধে কীটনাশক বিক্রিতে কড়াকড়ি আরোপ, ব্রিজের ওপর উচু রেলিং বসানো, আগ্নেয়াস্ত্র বিক্রিতে কড়াকড়ির সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ২০:৫৮:৩৫ ৩২৬ বার পঠিত