বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০১৪

গাজায় ৫০ দিনের যুদ্ধে ২৫০ কোটি ডলার খরচ হয়েছে ইসরাইলের

Home Page » প্রথমপাতা » গাজায় ৫০ দিনের যুদ্ধে ২৫০ কোটি ডলার খরচ হয়েছে ইসরাইলের
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০১৪



776aca7a-942a-4466-a4b4-ec902a6ca3ba_w268_r1.jpgবঙ্গ-নিউজঃইসরাইল জানিয়েছে গাজায় হামাস জঙ্গীদের সঙ্গে তাদের ৫০ দিনের যুদ্ধে ২৫০ কোটি ডলার খরচ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন তেল অভিভে এক অর্থনৈতিক সম্মেলনে বলেন ইসরাইলি বাহিনী কতৃক গাজাসহ বিভিন্ন স্থানে করা ছয় হাজারেরও বেশী বিমান হামলায় এই বিপুল খরচ হয়।

এছাড়া হামাসের পক্ষ থেকে ছোড়া রকেট ভূপাতিত করতে প্রতি রকেটের পেছনে খরচ হয় ১ লক্ষ ডলার। তিনি বলেন হামাসের এখনো প্রচুর অস্ত্র মজুদ রয়েছে। যুদ্ধে ২১ শয়েরও বেশী ফিলিস্তিনি এবং ৭২ জন ইসরাইলি নিহত হয়।

গত সপ্তাহে দুই পক্ষই যুদ্ধবিরতী চুক্তিতে সম্মত হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৪২   ৩১৭ বার পঠিত