বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০১৪

তুরস্কের প্রতিরক্ষা রপ্তানিতে উন্নতি

Home Page » অর্থ ও বানিজ্য » তুরস্কের প্রতিরক্ষা রপ্তানিতে উন্নতি
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০১৪



pirhayati20120826015052500.jpgবঙ্গ-নিউজঃ: চলতি বছরের প্রথম আট মাসে তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। এ সময় তুরস্ক ১০০ কোটি ডলারের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করেছে।তুরস্কের প্রতিরক্ষা সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। চলতি বছরের প্রথম আট মাসে যুক্তরাষ্ট্র তুরস্ক থেকে ৩৭ কোটি ডলারের প্রতিরক্ষা সামগ্রী কিনেছে। এর পরেই আছে মালয়েশিয়া-৬ কোটি ২০ লাখ ডলার এবং সংযুক্ত আরব আমিরাত-৫ কোটি ৯০ লাখ ডলার।

তুরস্কের প্রতিরক্ষা ও বিমান শিল্প রপ্তানিকারক সমিতি মঙ্গলবার এসব তথ্য প্রকাশ করেছে।
তুরস্কের প্রধান প্রতিরক্ষা রপ্তানির মধ্যে রয়েছে বিমান, হেলিকপ্টারের যন্ত্রাংশ, আর্মার্ড ল্যান্ড ভেহিকল, স্পিড বোড, ক্ষেপণাস্ত্র, রকেট, লঞ্চিং প্ল্যাটফরম, হালকা অস্ত্রশস্ত্র, ট্রান্সমিটার, সিমুলেটর, সেন্সর ও সামরিক সফটওয়্যার।
২০১৪ সালে প্রথম আট মাসে তুরস্কের মোট রপ্তানির এক শতাংশ এসেছে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি থেকে। প্রথম আট মাসে তুরস্কের মোট রপ্তানি ছিল ১০,৪০০ কোটি ডলার।
সংস্থাটি আরো জানায়, ২০১৩ সালে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করে তুরস্কের আয় হয় ১৩৯ কোটি ডলার।
পাকিস্তানে ৪১ জঙ্গিবিমান সরবরাহ
এদিকে তুরস্কর বিমান শিল্প সংস্থা পাকিস্তানে আরো চারটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করেছে।
মঙ্গলবার আঙ্কারায় এক অনুষ্ঠানে জঙ্গিবিমানগুলো সরবরাহ করা হয়।
এ নিয়ে ২০০৯ সাল থেকে পাকিস্তান বিমান বাহিনীকে ৪১টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান সরবরাহ করেছে তুরস্ক।
এক চুক্তির মাধ্যমে ১৯৮৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের এফ-সিক্সটিন জঙ্গিবিমান উৎপাদন করে আসছে তুরস্ক।

বাংলাদেশ সময়: ০:৪৫:৩৬   ৪৫৬ বার পঠিত