বুধবার, ৩ সেপ্টেম্বর ২০১৪

‘ইরানের ক্ষেপণাস্ত্র যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত’

Home Page » বিশ্ব » ‘ইরানের ক্ষেপণাস্ত্র যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত’
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০১৪



f41d1d3c-507f-4629-be04-ff960b17a6b8_16x9_600x338.jpgবঙ্গ-নিউজ:ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের অখণ্ডতার প্রতি হুমকি সৃষ্টি হলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে জবাব দেয়া হবে। ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের মাধ্যমে স্থল ও সমুদ্রের যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার ‘কৌশলগত ক্ষমতা’ অর্জন করেছে ইরানের সশস্ত্র বাহিনী। জেনারেল হাতামি আরো বলেন, আমরা যেকোনো হুমকির উৎসকে ধ্বংস করে দিতে পারি এবং শত্রুকে সীমান্তের অনেক দূরে হটিয়ে দেয়ার ক্ষমতাও আমাদের রয়েছে। তিনি বলেন, ইরান নিজেই স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ তৈরি করছে। এসবের নকশাও তৈরি করে তেহরান।

গত সোমবার স্টিলথ বিমান ও দূরবর্তী লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম অরাশ-২ এবং কেইহান নামে দেশে তৈরি দুটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা উন্মোচন করে ইরান। কেইহান হচ্ছে দ্বিমাত্রিক রাডার ব্যবস্থা। এটি প্রচলিত জঙ্গি বিমানের পাশাপাশি স্টিলথ বিমান শনাক্ত করতে পারে। স্টিলথ বিমানগুলো অনেক উঁচু দিয়ে উড়তে পারে। অরাশ-২ রাডার ব্যবস্থাও এক লাখ ফুট উঁচুতে অবস্থানকারী বিমানকেও শনাক্ত করতে পারে।

সম্প্রতি ইরান দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘তালাশ-৩’এর সফল পরীক্ষা চালিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর এটি জনসম্মুখে প্রদর্শন করার কথা রয়েছে।#

সূত্র: রেডিও তেহরান

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৯   ৪২৩ বার পঠিত