বুধবার, ৩ সেপ্টেম্বর ২০১৪
‘ইউক্রেনকে সামরিক সহায়তা দিলে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে’
Home Page » প্রথমপাতা » ‘ইউক্রেনকে সামরিক সহায়তা দিলে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে’বঙ্গনিউজ-পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেস ওয়ালেসা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপের পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিলে তাতে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি বলেন, এ যুদ্ধ হতে পারে রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে।পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ক্রিনিসা-দ্রোজ শহরে সাংবাদিকরা নোবেল পুরস্কার বিজয়ী এ নেতার কাছে জানতে চান- এ মুহূর্তে ইউক্রেনকে অস্ত্র দেয়া ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে কিনা। এর জবাবে তিনি বলেন, এতে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে।
ওয়ালেসা বলেন, “ইউরোপীয় ইউনিয়ন খুব ভালো করেই জানে রাশিয়ার কাছে পরমাণু অস্ত্র আছে। ন্যাটোর কাছেও রয়েছে পরমাণু অস্ত্র। তাহলে কি আমরা শেষ পর্যন্ত একে অপরের ধ্বংস দেখব?”
লেস ওয়ালেসা বলেন, “পরমাণু যুদ্ধের আশংকা থেকেই ইউক্রেন ইস্যুতে ঘনিষ্ঠভাবে জড়াচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন।”
এর আগে, গত সোমবার ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেছেন, সংস্থার সদস্যরা চলতি সপ্তাহে ওয়েলসে বৈঠকে বসবে এবং রাশিয়াকে মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন সেনা ও সামরিক সরঞ্জামাদি পূর্ব ইউরোপে পাঠাবে। এর জবাবে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সহকারী সচিব মিখাইল পপোভ বলেছেন, পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক অবস্থা দেখে মস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।#
বাংলাদেশ সময়: ২০:৩৪:৪৮ ৩৪৫ বার পঠিত