বুধবার, ৩ সেপ্টেম্বর ২০১৪
ইরান নিয়ে উদ্বেগে ইসরাইল; আমেরিকা যাচ্ছে প্রতিনিধি দল
Home Page » প্রথমপাতা » ইরান নিয়ে উদ্বেগে ইসরাইল; আমেরিকা যাচ্ছে প্রতিনিধি দলবঙ্গনিউজ-ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরবর্তী আলোচনার আগেই ইহুদিবাদী ইসরাইলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আমেরিকা সফরে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইসরাইলের প্রভাবশালী মন্ত্রী ইউভাল স্টেইনিজ একটি রেডিওকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সম্ভাব্য পরমাণু চুক্তি বাধাগ্রস্ত করতে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওয়াশিংটন যাবে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।
এদিকে, ইসরাইলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর কোন কোন সদস্য ইরানকে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে পারে বলে তেল আবিব আশঙ্কা করছে।
জার্মানি এবং জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে ছয় জাতিগোষ্ঠী গঠিত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট চলমান সংকট সমাধানের লক্ষ্যে এ গোষ্ঠী গঠিত হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত নভেম্বরে একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তি সই করে ইরান। গত ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকে একটি স্থায়ী চুক্তি সই হওয়ার কথা ছিল।
কিন্তু ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ও চুক্তির মেয়াদ নিয়ে মতপার্থক্যের কারণে তা সই হয়নি। এ কারণে এর আগে স্বাক্ষরিত ছয় মাসের চুক্তির মেয়াদ আরো চারমাস বাড়ানো হয়েছে। আগামী ২৪ নভেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হবে এবং তার আগেই নিউয়র্কে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছার লক্ষ্যে জোর তৎপরতা শুরু করেছে ইরান ও ছয় জাতিগোষ্ঠী।
বাংলাদেশ সময়: ২০:১২:৫৩ ৩৭৩ বার পঠিত