বুধবার, ৩ সেপ্টেম্বর ২০১৪
পদ্মা সেতু দুর্নীতির তদন্তে তথ্যপ্রমাণের অভাবে সাতজনের অব্যাহতি
Home Page » জাতীয় » পদ্মা সেতু দুর্নীতির তদন্তে তথ্যপ্রমাণের অভাবে সাতজনের অব্যাহতিবঙ্গনিউজ-বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে যাতে সন্দেহভাজন সাবেক দুই মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং আবুল হাসান চৌধুরীসহ অভিযুক্ত সাতজনের দায়মুক্তির সুপারিশ করা হয়েছে।দুদক বলছে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকায় এই সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত দুর্নীতি দমন কমিশন চালায় প্রায় দেড় বছর ধরে।
দুদকের কমিশনার মহম্মদ সাহাবুদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছেন সন্দেহভাজন দুই মন্ত্রী সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায় নি এবং অভিযুক্ত সাতজনের বিরুদ্ধেও দুর্নীতি বা ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায় নি।
মি: সাহাবুদ্দিন জানিয়েছেন তদন্ত কমিটির দেওয়া চূড়ান্ত প্রতিবেদন দুদক গ্রহণ করেছে এবং এর মধ্যে দিয়ে দুদকের পক্ষ থেকে এজাহারভুক্ত মামলার সমাপ্তি ঘটল।
চূড়ান্ত প্রতিবেদনটি এখন আদালতে পাঠানো হবে ।
বাংলাদেশ সময়: ১৯:৫১:৩৯ ৩৮৬ বার পঠিত