মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪
নেটোর জবাবে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া
Home Page » প্রথমপাতা » নেটোর জবাবে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়াবঙ্গ-নিউজঃইউক্রেনের সঙ্কট মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নিতে পারে, নেটো পূর্ব ইউরোপে এমন একটি বাহিনী গড়ে তুলছে বলে ঘোষণা করার পর রাশিয়াও তাদের সামরিক কৌশল আরো শক্তিশালী করার কথা বলেছে।
ক্রেমলিনের একজন শীর্ষ কর্মকর্তা মিখাইল পোপভ বলেছেন, নেটোর পরিকল্পনা তাদের জন্য একটা সামরিক হুমকি এবং তিনি নেটোর বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে উত্তেজনায় আরো ইন্ধন জোগানোর অভিযোগ করেছেন।অন্যদিকে নেটো বলছে, হুমকি বাড়ার পটভূমিতে তারা প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নিচ্ছে।
নেটো জোটে আছে ২৮টি সদস্য দেশ, যাদের মধ্যে রয়েছে পূর্ব ইউরোপের পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। ইউক্রেন নেটোর সদস্য নয়।
নেটোর পরিকল্পনায় বলা হচ্ছে, রুশ আগ্রাসন থেকে জোটের সদস্য দেশগুলোকে রক্ষা করার জন্যে দ্রুত ব্যবস্থা নিতে পারে, কয়েক হাজার সৈন্যকে নিয়ে এরকম একটি বাহিনী গড়ে তোলা হচ্ছে।
জোটের সদস্য দেশগুলোই এই বাহিনীতে পালাক্রমে সৈন্য সরবরাহ করবে, যাদেরকে প্রয়োজনীয় স্থানে মোতায়েন করা যাবে ৪৮ ঘণ্টার মধ্যেই।
সামরিক সংঘাতের মুখে ঘরবাড়ি ছেড়েছেন বহু ইউক্রেনিয়ান।
বাংলাদেশ সময়: ১৮:৫৮:১৫ ৩৩২ বার পঠিত