সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪
১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টেলিটকের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন
Home Page » অর্থ ও বানিজ্য » ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টেলিটকের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদনবঙ্গনিউজ: সরকার নিয়ন্ত্রিত মোবাইল অপারেটিং কোম্পানি ‘টেলিটক বাংলাদেশ লিমিটেডের চাকরিচ্যুত দু’জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। টেলিটক তথা সরকারের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে দু’এক দিনের মধ্যেই মামলা দায়ের করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন- টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) এস এম তারেক রহমান ও সাবেক সহকারী ব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাবিবুর রহমান ওরফে শিপলু।
দুদক’র উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এ অভিযোগ অনুসন্ধান করেছেন। অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে।
দুদক সূত্র জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রি-পেইড মোবাইলকে পোস্ট-পেইডে রূপান্তর করে বিলিং সিস্টেমের বাইরে রেখে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৯ কোটি ৭৪ লাখ ১৫ হাজার ৩০৬ টাকা আত্মসাত করেন।
দুদক’র অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯-এর ৪(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেয়।
বাংলাদেশ সময়: ২২:৩৮:২৬ ৩৭৫ বার পঠিত