সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪

গাজা দখলের হুমকি দিলেন যুদ্ধবাজ নেতানিয়াহু

Home Page » বিশ্ব » গাজা দখলের হুমকি দিলেন যুদ্ধবাজ নেতানিয়াহু
সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪



bibinetanyahu.jpegবঙ্গনিউজ-ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নিরস্ত্র করার দাবি নিতান্তই অনর্থক ও বাগাড়ম্বর বলে প্রতিরোধ আন্দোলনটি উড়িয়ে দেয়ার পর এ হুমকি দিয়েছেন তিনি।গাজার ওপর ইসরাইলের ৫০ দিনব্যাপী বর্বর আগ্রাসনের অবসান ও মিশরের রাজধানী কায়রোয় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি সইয়ের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নেতানিয়াহু গাজা দখলের হুমকি দিলেন।

গাজায় গণহত্যার চালানোর পক্ষে সাফাই গেয়ে যুদ্ধবাজ নেতানিয়াহু বলেন, হামাসকে উৎখাত করা এখনো ইসরাইলের এজেন্ডার শীর্ষে রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের ঠিক করতে হবে- তারা তেল আবিবের সঙ্গে শান্তি না হামাসকে বেছে নেবে।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে নেতানয়িাহু বলেন, আঞ্চলিক কতকগুলো ইস্যুর জন্য তারা এ চুক্তি করেছেন। তিনি দাবি করেন, ইসরাইলের দোর গোড়ায় আইএসআইএল, গোলান মালভূমিতে আল-কায়েদা এবং লেবানন সীমান্তে রয়েছে হিজবুল্লাহ। এ অবস্থায় এসব ইস্যুর দিকে বেশি মনযোগ দিতে হচ্ছে। নেতানিয়াহু বলেন, “আমরা ৫০ দিন যুদ্ধ করেছি; আরো ৫০০ দিন যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৫৮   ৩৩৫ বার পঠিত