সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪

ইহুদিবাদী ইসরাইলকে নিরস্ত্র করতে হবে: হামাস

Home Page » প্রথমপাতা » ইহুদিবাদী ইসরাইলকে নিরস্ত্র করতে হবে: হামাস
সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪



ccd32182082d178a440db25f60eea6a9_xl.jpgবঙ্গনিউজ: গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনিদের নয় বরং ইহুদিবাদী ইসরাইলকেই নিরস্ত্র করতে হবে। গতকাল এক বিবৃতিতে হামাস মুখপাত্র সামি আবু জুহরি এ কথা বলেছেন।তিনি বলেন, হামাসকে নিরস্ত্র করার কথা বলা নিতান্তই অর্থহীন বরং অন্য দেশগুলোর উচিত- অবৈধ রাষ্ট্র ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং তেল আবিবকে বয়কট করা। হামাসকে নিরস্ত্র করার দাবি আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং ফিলিনিস্তিনের জনগণ তা মেনে নেবে না বলেও উল্লেখ করেন হামাসের এ মুখপাত্র।

সামি জুহরি বলেন, কেউ হামাসকে নিরস্ত্র করার কথা বলছে না বরং ইসরাইলকে নিরস্ত্র করা ও দখলদারিত্ব অবসানের দাবি উঠেছে। এর পাশাপাশি ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে যা দিয়ে ইহুদিবাদীরা গাজার নারী ও শিশু ও সাধারণ মানুষকে হত্যা করছে।

এবারের যুদ্ধ চলার সময় ইসরাইল বার বার হামাসকে নিরস্ত্র করার দাবি তুলে যুদ্ধবিরতির চুক্তি পিছিয়েছে। কিন্তু হামাস নেতা খালেদ মাশআল অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, তার সংগঠনকে নিরস্ত্র করার প্রশ্নই ওঠে না; কেউ হামাসকে নিরস্ত্র করতে পারবে না।
সূত্র:রেডিও তেহরান

বাংলাদেশ সময়: ১৯:২২:৪৩   ৩৩১ বার পঠিত