সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪

দুই পক্ষের সংঘর্ষে গাজীপুর ছাত্রলীগ সভাপতি আটক

Home Page » আজকের সকল পত্রিকা » দুই পক্ষের সংঘর্ষে গাজীপুর ছাত্রলীগ সভাপতি আটক
সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪



gg_sm_955381637.jpgবঙ্গ-নিউজ: ঝুট (পোশাক কারখানার পরিত্যাক্ত মালামাল) ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবৎ কালিয়াকৈর উপজেলা যুবলীগের আহ্বায়ক হিরু মিয়া ও যুগ্ম-আহ্বায়ক জুয়েল গ্রুপের সদস্যরা নিটল টাটা গ্রুপের ওই কারখানার সঙ্গে ঝুট ব্যবসা করে আসছিল।

অন্যান্য দিনের মতো কারখানা থেকে ঝুট বের করার সময় গাজীপুর মহানগর ছাত্রলীগ সভাপতি মাসুদ এরশাদ তার দল নিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মাসুদ এরশাদকে আটক করা হয়েছে এবং জুয়েল রানা, হিরু মিয়া, জুয়েল, রুমেনসহ আহত পাঁচজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩২:১০   ৩৭৪ বার পঠিত