সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪
বিএনপি নয়, সংকটে পুরো দেশ: ফখরুল
Home Page » জাতীয় » বিএনপি নয়, সংকটে পুরো দেশ: ফখরুলবঙ্গ-নিউজঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয়, বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে।
সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ ঘটানো হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।
দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের বলেন, “স্বাধীনতার ঘোষক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে বিএনপি আজ জনগনের ভোটাধিকার রক্ষার শপথ নিয়েছে। আমরা সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচনে দাবিতে আন্দোলনে আছি।”
‘৩৬ বছরে সবচেয়ে নাজুক বিএনপি’- শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে সাংবদিকরা প্রশ্ন করলে দলের মুখপাত্র ফখরুল বলেন, “বিএনপি অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আমরা কোনো সংকটে নেই।”
বরং গোটা বাংলাদেশই এখন সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
“বর্তমানে বাংলাদেশ সবচেয়ে কঠিন সময় অতিক্রান্ত করছে। জনগণের স্বতস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবি আদায়ে সরকারকে বাধ্য করে আমরা এই সংকট থেকে উত্তরণ ঘটাব। আমরা সর্বাত্মক আন্দোলনে যাব।”
সোমবার সকাল সোয়া ১১টার দিকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন সেনাপ্রধান জিয়াউর রহমান। সামরিক শাসক জিয়ার ছত্রছায়ায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গঠিত হয় বিএনপি।
বিএনপির ৩৬ বছরের ইতিহাসে ৩২ বছরই দলের নেতৃত্ব দিয়ে আসছেন চেয়ারপারসন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি দুই দফায় সরকারেও ছিল।
কিন্তু গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় ১৯৯১ সালের পর এবারই প্রথম বিএনপি সংসদের বাইরে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:০৪:১৪ ৩৭১ বার পঠিত