সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪

মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের হয়েছে

Home Page » প্রথমপাতা » মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের হয়েছে
সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪



43486_faqrul1.jpgবঙ্গ-নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও তার দল আওয়ামী লীগকে ‘খুনির দল’ বলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের হয়েছে।আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এস এম নূর-ই-আলম সিদ্দিক সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগ দায়ের করেন।শুনানি শেষে মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী পল্টন থানার ওসিকে অভিযাগ তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন।

অভিযোগে বাদী পক্ষে চারজনকে সাক্ষী করা হয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী দুলাল মিত্র।

তিনি বলেন, গত ২৪ অগাস্ট পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে খুনি ও তার দলকে খুনির দল বলার কারণে এই মামলার আবেদন।

আর্জিতে বলা হয়েছে, “বিষয়টি ওই দিন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ও অনলাইনে এবং পরের দিন বিভন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এতে ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও অন্তর্জাতিকভাবে বাদীর নেত্রীর মানহানি হয়েছে।”

ওই সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল বলেন, “গতকাল (শনিবার) এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, খালেদা জিয়া, তারেক রহমান খুনি। ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের আন্দোলনকে তিনি খুনের আন্দোলন বলেছেন।

“আমরা বলতে চাই, সমগ্র জাতি জানে গণতান্ত্রিক আন্দোলনে নভেম্বর থেকে জানুয়ারি মাসে শেখ হাসিনার পেটোয়া বাহিনী প্রায় ৫ শতাধিক আন্দোলনরত নেতা-কর্মীকে র‌্যাব-পুলিশকে দিয়ে হত্যা করেছে। ৬৫ জনকে গুম করা হয়েছে। শেখ হসিনা নিজে খুনি, তার দল খুনের দল। শত শত নিরীহ তরুণের রক্তে তার হাত রঞ্জিত।”

বাংলাদেশ সময়: ১৫:২৪:৩৬   ৪০৭ বার পঠিত