রবিবার, ৩১ আগস্ট ২০১৪

ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে হাতেখড়ি

Home Page » আজকের সকল পত্রিকা » ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে হাতেখড়ি
রবিবার, ৩১ আগস্ট ২০১৪



image_69028_0.jpgতমালঃনিজস্ব প্রতিনিধিঃ
বিকেল সাড়ে চারটায় সমাবেশের মঞ্চে আরোহণ করেন প্রধানমন্ত্রী। বিকেল পৌনে চারটায় শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ছাত্রসমাবেশ। ১৫ আগস্ট স্বজন হারানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন,সব হারানোর বেদনা নিয়ে তিনি কাজ করে চলেছেন।
রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব’ স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেকে স্বজন হারানোর বেদনার কথা বলেন। কিন্তু আমি যে সব হারা। এই সব হারানোর বেদনা নিয়েই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। যেন আমার মা বাবার আত্মা শান্তি পায়। আমি বিশ্বাস করি ভোগে নয় ত্যাগেই তৃপ্তি।

এ সময় স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ইয়াহিয়ার পালিত কুকুররা এখনও দেশের মাটিতে আছে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা যেন কোনোভাবেই মাথাচাড়া না দিতে পারে। এ ব্যাপারে দেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ছাত্রনেতা হিসেবে রাজনীতি শুরু করেন বঙ্গবন্ধু। ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বাংলাকে রাষ্ট্রভাষা করতে। বাঙ্গালি জাতির স্বাধীনতা অর্জনের যে কোনো আন্দোলনে ছাত্রলীগের অবদান ছিল।

বাংলাদেশ সময়: ২০:১২:২৫   ৩৭৬ বার পঠিত