রবিবার, ৩১ আগস্ট ২০১৪
শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
Home Page » অর্থ ও বানিজ্য » শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজঃ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছান। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে মন্ত্রীসহ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি শিক্ষার উন্নয়নে দিকনির্দেশনা দেবেন।
কাজের গতি আনতে ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী।
সর্বশেষ গত ২৮ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এর আগে ২৪ আগস্ট শিল্প মন্ত্রণালয়, ২০ জুলাই কৃষি মন্ত্রণালয়, ১৭ জুলাই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, ১৩ জুলাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ৬ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়, ১৯ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ২২ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ১৮ মে তথ্য মন্ত্রণালয়, ১৫ মে পরিবেশ ও বন মন্ত্রণালয়, ৭ মে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ১০ মে পানিসম্পদ মন্ত্রণালয় এবং ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
৫ জানুয়ারির নির্বাচনের পর গত ১২ জানুয়ারি সরকার গঠন করা হয়। এর কয়েক দিন পর শ্রম মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১২:৩৬:১৩ ৩৮৫ বার পঠিত