রবিবার, ৩১ আগস্ট ২০১৪

পাকিস্তানে রাতভর সংঘর্ষ, আহত তিন শতাধিক

Home Page » প্রথমপাতা » পাকিস্তানে রাতভর সংঘর্ষ, আহত তিন শতাধিক
রবিবার, ৩১ আগস্ট ২০১৪



88437_1.jpgবঙ্গনিউজ-
ইসলামাবাদ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভকারীদের সাথে পুলিশের রাতভর সংঘর্ষে অন্তত ৩০০ জন আহত হয়েছেন।রবিবার সকালেও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

গত সংসদ নির্বাচন কারচুপির অভিযোগ এনে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে ১৫ দিন ধরে ইসলামাবাদে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)।

শনিবার রাতে প্রায় ২৫,০০০ বিক্ষোভকারী সংসদ ভবনের সামনে থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে থাকলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ইমরান খান ও তাহির-উল-কাদরিও ছিলেন।

পুলিশ তাদের প্রথমে বাধা দেয়। অবস্থা বেগতিক দেখে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও এক পর্যায়ে গুলি ছুঁড়ে।

বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এরপরও শেষ রাতের দিকে নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্ট কমপ্লেক্সে প্রবেশ করে প্রধানমন্ত্রীর বাস ভবনের কাছাকাছি পৌঁছে যায় আন্দোলনকারীরা।

ইসলামবাদের আর্মি প্রধান খালিদ খাটাক জানান, এ ঘটনায় ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে বেশিরভাগের কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১:৫৬:১৭   ৩৯৩ বার পঠিত