রবিবার, ৩১ আগস্ট ২০১৪

ফারুকী হত্যার প্রতিবাদে আজ রোববার সারাদেশে আধাবেলা হরতাল

Home Page » প্রথমপাতা » ফারুকী হত্যার প্রতিবাদে আজ রোববার সারাদেশে আধাবেলা হরতাল
রবিবার, ৩১ আগস্ট ২০১৪



04_procession_press-club_280814_0001.jpgবঙ্গ-নিউজঃ ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা।
শনিবার বিকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন ফ্রন্টের সহযোগী ছাত্র সংগঠনটির সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী।বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন তিনি।

হত্যাকাণ্ডের পর বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে শনিবারের মধ্যে খুনি গ্রেপ্তার না হলে রোববার হরতালের হুমকি দিয়েছিল ছাত্র সেনা।

শনিবার বিকালে রাজধানীর ফকিরাপুলে আল বশির প্লাজার ছাত্র সেনার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

ফারুকী হত্যায় জড়িত সন্দেহে এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া থেকে মাহমুদা খাতুন (৪৩) ও শরিফুল ইসলাম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে নুরুল ইসলাম ফারুকীকে হত্যার আগে এক নারী তার বাড়িতে ঘুরে গিয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছিলেন, মাহমুদাই ওই নারী বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৬:৩৮:০৫   ৩৫৫ বার পঠিত