শনিবার, ৩০ আগস্ট ২০১৪
গুম-খুনের ব্যাপারে কোনো আপস নয়: ড. কামাল
Home Page » জাতীয় » গুম-খুনের ব্যাপারে কোনো আপস নয়: ড. কামালবঙ্গ-নিউজ: গুম-খুনের ব্যাপারে কোনো প্রকার আপস হতে পারে না বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।
তিনি বলেছেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা সাংবিধানিক অধিকার। এ অধিকার আদায়ে আমাদের সোচ্চার ও সক্রিয় হতে হবে।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘স্বজনদের ব্যথা: গুম, খুন, নির্যাতন আর না’ শীর্ষক সম্মেলনে ড. কামাল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে জনগণের ভয় ভেঙেছে। এই বিষয়টি আরও সুসংহত করতে হবে। আমরা কোনো প্রকার অন্যায় মেনে নেব না। এটা এও প্রমাণ করে যে আমরা নির্ভয়ে ঐক্যবদ্ধ হতে পারি।’
‘এখানে আওয়ামী লীগ, বিএনপি বা কোনো দল নয়, কোনো রাজনৈতিক সুবিধা আছে বলে মনে করি না। এখানে দলমত-নির্বিশেষে সবাই গুম-খুনের বিরুদ্ধে এগিয়ে এসেছে। এ ক্ষেত্রে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে’ যোগ করেন তিনি।
অনুষ্ঠানটি পরিচালনা করছেন আইন ও সালিশ কেন্দ্রের নূর খান লিটন। এতে গুম-খুন হওয়া শতাধিক ব্যক্তির স্বজনেরা যোগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:০২:৪৭ ৪৫৪ বার পঠিত