শনিবার, ৩০ আগস্ট ২০১৪

গুয়াতেমালার গ্রাম থেকে ইহুদিদের উচ্ছেদ

Home Page » বিশ্ব » গুয়াতেমালার গ্রাম থেকে ইহুদিদের উচ্ছেদ
শনিবার, ৩০ আগস্ট ২০১৪



jew.jpgহাসান মাহমুদ,বঙ্গনিউজ-গুয়াতেমালা সিটি: গুয়াতেমালার একটি গ্রাম থেকে ২৩০ জনের এক গোড়া ইহুদি গোষ্ঠীকে বের করে দিয়েছে গ্রামের স্থানীয় আদিবাসী জনগণ। খবর এএফপি’র।

বিভিন্ন দেশ থেকে এসে এ ইহুদি গোষ্ঠীটি রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ২০০ কিমি দুরে আটিটলান হৃদের তীরে সান জুয়ান লা লেগুনা গ্রামে ছয় বছর আগে বসতি স্থাপন করে।
ছোট এ ইহুদি গোষ্ঠীটির অধিকাংশ সদস্যই যুক্তরাষ্ট্র, ইসরাইল, ব্রিটেন এবং রাশিয়া থেকে এসেছিল এবং এদের মধ্যে প্রায় ৪০ জন গুয়াতেমালার অধিবাসী।
বসতি স্থাপনের পর থেকে ইহুদি গোষ্ঠীটি গ্রামের আদিবাসী জনগণের সাথে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।গত অক্টোবর থেকে স্থানীয় আদিবাসী জনগণ গোড়া ইহুদি গোষ্ঠীটির বিরুদ্ধে তাদের লোকজনকে ঠকানো এবং তাদের মায়া সংস্কৃতির বিভিন্ন প্রথা অবজ্ঞার অভিযোগ করে আসছিল।গত বুধবার ইহুদিদের এবং স্থানীয় আদিবাসীদের প্রতিনিধিরা এক বৈঠকে বসে। কিন্তু তারা কোনো ধরণের সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়।এরপর বৃহস্পতিবার থেকে ইহুদি গোষ্ঠীটি গ্রাম ত্যাগ করতে শুরু করে।
মিসেল সানটোস নামে ইহুদি গোষ্ঠীটির একজন প্রতিনিধি বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ এবং কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছি’।
তিনি আরো বলেন, ‘আমাদের সেখানে থাকার অধিকার রয়েছে। কিন্তু তারা হুমকি দিয়েছে যে আমরা যদি গ্রাম না ছাড়ি তাহলে তারা আমাদেরকে হত্যা করবে।’স্থানীয় আদিবাসীদের সংগঠন দা কাউন্সিল অব ইনডিজেনাস এলডারসের একজন সদস্য বলেন, ‘ইহুদি গোষ্ঠীটি তাদের ধর্ম আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। এছাড়া তারা আমাদের ক্যাথলিক ধর্ম বিশ্বাসকে অসম্মান করত।’

কাউন্সিলের মুখপাত্র মিগুয়েল ভাসকেজ বলেন, ‘আমরা যা করি তা আমাদের আত্মরক্ষার্থে এবং আদিবাসী মানুষ হিসেবে আমাদের অধিকারের প্রতি সম্মান জানাতেই করি। গুয়াতেমালার সংবিধান আমাদেরকে সে অধিকার দিয়েছে। আমাদের সংস্কৃতি আমাদেরকেই রক্ষা ও লালন-পালন করতে হবে।’

বাংলাদেশ সময়: ১:০৯:৫৯   ৩৭২ বার পঠিত