শুক্রবার, ২৯ আগস্ট ২০১৪

তীব্র স্রোতে মাওয়ায় ফেরি চলাচল ব্যাহত

Home Page » সারাদেশ » তীব্র স্রোতে মাওয়ায় ফেরি চলাচল ব্যাহত
শুক্রবার, ২৯ আগস্ট ২০১৪



m-g.jpgহাসান মাহমুদ,বঙ্গনিউজ-তীব্র স্রোতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে নিত্য দুর্ভোগে পড়ছে এ রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।

উজানের পানি নেমে না যাওয়া পর্যন্ত সঙ্কট থেকে উত্তরণের পথ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিআইডব্লিউটিসির সরকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, শুক্রবার দুই তীরে পারাপারের অপেক্ষায় প্রায় আড়াইশ যান আটকে রয়েছে। এর বেশিরভাগই ট্রাক। দুই পারে এখন ছয়টি ফেরি ঘাট সচল থাকলেও স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল উপযোগী ফেরি নেই।

“স্রোতের কারণে তিনটি ফেরি একেবারেই চালানো যাচ্ছে না। ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে করছে ১৩টি।”এদিকে বৃহস্পতিবার রাতে মাওয়া ৩নং ফেরি ঘাটের পণ্টুন খুলে ২নং ফেরি ঘাটে এবং ২নং ফেরি ঘাটে সাময়িক লাগানো রো রো ফেরি ঘাটের পণ্টুন খুলে ৩নং ঘাটে লাগানো হয়। এ সময় প্রায় ৩ ঘণ্টা শুধু ১নং ফেরিঘাট দিয়ে যান পারাপার সচল ছিল।

ওই সময়ে নদীর দুই তীরে বিপুল সংখ্যক গাড়ি আটকে থাকতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৯   ৩৯০ বার পঠিত