বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০১৪

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

Home Page » আজকের সকল পত্রিকা » সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০১৪



image_68600_0.jpgডেস্ক রিপোর্টঃএকুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গোপালগঞ্জে জেলায় কর্মরত সাংবাদিকেরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বৃহম্পতিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে জেলায় কর্মরত সাংবাদিকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও সংবাদের রবীন্দ্রনাথ অধিকারী, যমুনা টিভির মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এসএম হুমায়ূন কবীর, বাংলাদেশ প্রতিদিনের আমিনূল হাসান শাহীন, এসএ টিভির বাদল সাহা, মাছরাঙ্গা টিভির মোর্শেদায়ন নিশান প্রমুখ। এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তরা, সাংবাদিকদরে ওপর নির্যাতন ও হামলা বেড়ে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করে সব সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানায়।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৫৩   ৩৪৪ বার পঠিত