বুধবার, ২৭ আগস্ট ২০১৪

নজরুলের কলম

Home Page » বিবিধ » নজরুলের কলম
বুধবার, ২৭ আগস্ট ২০১৪



                                                        n.jpg  মনিরুল হক খান

 

 

 

                                  নজরুলের  কলম খুঁজছি  নজরুলের  কলম

যে  কলমে  লেখা হতো নিপীড়িত মানুষের কথা

লেখা হতো দেশ ও জাতির দাবি, আশা আকাংখা

সেই কলম  খুঁজছি ।

যে  কলমে  লেখা হতো অন্যায়-অবিচারের বিরুদ্ধে

অগ্নি লেখা, যে লেখা ভয় পায় শাসকগোষ্ঠি

যে লেখায় ফুঁসে ওঠে জনতা সমুদ্রের মতো,

কেঁপে ওঠে অন্যায় ক্ষমতার সনদ,

                                    সেই কলম খুঁজছি,

                                   নজরুলের কলম খুঁজছি।

                                            যে কলম ঝলসে ওঠে তরবারির মতো

                                            সেই কলম খুঁজছি, নজরুলের কলম খুঁজছি।

                                                        (বিদ্রোহী কবিকে নিয়ে এ কবিতা)

 

 

 

.

বাংলাদেশ সময়: ১৭:১৩:০১   ৩৮৯ বার পঠিত