বুধবার, ২৭ আগস্ট ২০১৪
ভারতের সঙ্গে যাত্রী পরিবহন চুক্তি হবে
Home Page » অর্থ ও বানিজ্য » ভারতের সঙ্গে যাত্রী পরিবহন চুক্তি হবেবঙ্গ-নিউজ : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের নৌপথে পণ্য পরিবহন চুক্তি রয়েছে। কিন্তু যাত্রী পরিবহনের কোনো চুক্তি নেই। তাই আমরা ভারতের সাথে এ চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি।বুধবার সচিবালয়ে পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, মন্ত্রিসভার এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই পরবর্তী কার্যক্রম শুরু হবে। দেশে পর্যটন শিল্পের বিকাশে নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পার্বত্য এলাকার নিরাপত্তা বাড়াতে হবে। এছাড়া পর্যটকদের জন্য নদী পথ ভিত্তিক বিশেষ প্যাকেজ চালু করা ব্যবস্থা করা উচিত।
বাংলাদেশ সময়: ১৪:০৩:০৭ ৩৬৯ বার পঠিত