বুধবার, ২৭ আগস্ট ২০১৪

নাটোরে কেক খেয়ে শতাধিক ছাত্রী অসুস্থ, স্কুলে তালা

Home Page » প্রথমপাতা » নাটোরে কেক খেয়ে শতাধিক ছাত্রী অসুস্থ, স্কুলে তালা
বুধবার, ২৭ আগস্ট ২০১৪



sic_749644861.jpgবঙ্গ-নিউজ: টিফিন পিরিয়ডে কেক খেয়ে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।বুধবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে শিক্ষকরা বিদ্যালয়ের মেইন গেটে তালা দিয়ে পালিয়ে গেছেন।

ছাত্রীদের অভিভাবক সূত্রে জানা গেছে, সকালে টিফিনে স্কুল থেকে ছাত্রীদের কেক দেওয়া হয়। এর কিছুক্ষণ পর একে একে ছাত্রীরা অসুস্থ হয়ে (বমি ও পাতলা পায়খানা) পড়তে থাকে। এসময় প্রাথমিক পর্যায়ের ছাত্রীদের অভিভাবকদের সহায়তায় অনেককে সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়।

এদিকে, অসুস্থ ছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা না করে শিক্ষকরা মেইন গেটে তালা দিয়ে পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১২:২১:১৪   ৪১৩ বার পঠিত