মঙ্গলবার, ২৬ আগস্ট ২০১৪
যশোরে অপহরণ-ছিনতাই অভিযোগে আইনজীবী কারাগারে
Home Page » সংবাদ শিরোনাম » যশোরে অপহরণ-ছিনতাই অভিযোগে আইনজীবী কারাগারেবঙ্গনিউজ: যশোরে অপহরণ করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে রুহিন বালুজ নামে এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার রাতে শহরের দড়াটানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুহিন বালুজ মনিরামপুর উপজেলার পলাশী গ্রামের কামরুজ্জামানের ছেলে। তিনি শহরের বকচর হুশতলায় বসবাস করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, শনিবার (২৩ আগস্ট) মনিরামপুরের পলাশী গ্রামের আনারুল্লাহর ছেলে শাহাজান কবীর আদালতে একটি মামলা করার বিষয়ে আইনজীবী রুহিন বালুজের সঙ্গে কথা বললে তিনি তার কাছ থেকে আড়াই হাজার টাকা নেন এবং পরদিন ভুক্তভোগীদের নিয়ে আদালতে আসতে বলেন।
ভুক্তভোগীরা ওইদিন বিকেলে আদালতে এলে দেরিতে আসা নিয়ে আইনজীবীর সঙ্গে শাহাজান কবীরের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় শাহাজান কবীরকে দুর্বৃত্তদের সহযোগিতায় অপহরণ করে শহরের কাঁঠালতলা এলাকায় নিয়ে যান ওই আইনজীবী। সেখানে শাজাহান কবীরকে মারধর করে মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাড়িয়ে দেন।
এ ঘটনায় শাহাজান কবির কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ সোমবার রাতে শহরের দড়াটানা এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার করে। পরে আইনজীবী রুহিন বালুজকেও আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:৪০ ৪০১ বার পঠিত