মঙ্গলবার, ২৬ আগস্ট ২০১৪
মরণঘাতি এই ক্যানসার কে ধ্বংস করবে লবণ
Home Page » আজকের সকল পত্রিকা » মরণঘাতি এই ক্যানসার কে ধ্বংস করবে লবণডেস্কঃপৃথিবীতে অনেক মানুষ আছেন যারা ডাক্তারের পরামর্শে দীর্ঘদিন বাঁচার আশায় লবণকে দুই চোখের বিষ বানিয়ে রেখেছেন। কারণ ভয়াবহ ব্যাধি ক্যানসার একজন সুস্থ মানুষের প্রাণ কেড়ে নেয়। অথচ সম্প্রতি একটি গবেষণার ফলাফল দেখলে চোখ কপালে উঠে যাবে। এ গবেষণার ফলাফল বলছে, মরণঘাতি এই ক্যানসার কে ধ্বংস করার ক্ষমতা রয়েছে খাওয়ার লবণে। ক্যান্সার প্রতিরোধক ঔষধ তৈরির জন্য দীর্ঘদিন গবেষণার পর ইংল্যান্ডের একদল গবেষক এমনই তথ্য জানিয়েছেন।
তারা এমন একটি অণু আবিষ্কার করেছেন, যার মাধ্যমে সোডিয়াম ও ক্লোরাইডের প্রবাহ পৌঁছে যাবে আক্রান্ত সেলগুলোতে। তারা দাবী করছেন, এ পদ্ধতিতে নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে মানব দেহের ক্যান্সার আক্রান্ত সেলগুলো।
গবেষক দলের প্রধান ব্রিটেনের সাউদার্ণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ গাল বলেন, এই প্রক্রিয়ায় ক্লোরাইড এবং সোডিয়াম একত্রে মিলিত হয়ে রক্তের মধ্যে এক ধরনের অন্তঃপ্রবাহের সৃষ্টি করে। ফলে ক্লোরাইড ও সোডিয়ামের এই প্রবাহ ক্যান্সার আক্রান্ত সেলের মধ্যে প্রচুর পরিমাণে লবণের সমাগম ঘটিয়ে সেলটিকে ধ্বংস করবে। এ সময় গাল লবনকে ক্যান্সারের হত্যাকারী বলেও মন্তব্য করেন।
মানব দেহের অভ্যন্তরে রক্তের মাধ্যমে সেলগুলোর প্রবাহ প্রাকৃতিকভাবে ঘটলেও এর প্রক্রিয়া খুবই জটিল। জটিল প্রক্রিয়ায় সুরক্ষিত কোনো কোষ যখন আক্রান্ত হয় স্বাভাবিকভাবেই আক্রান্ত কোষটি অন্য কোষগুলো থেকে আলাদা হয়ে পড়ে। এ কোষগুলো সুস্থ কোষগুলোর স্বাভাবিক প্রবাহে বাঁধার সৃষ্টি করতে পারে।
ঠিক এই প্রক্রিয়ায় ক্যানসার আক্রান্ত কোষগুলো ধীরে ধীরে সুস্থ কোষগুলোকে আক্রান্ত করে, একজন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আক্রান্ত কোষগুলোকে সুস্থ কোষগুলোর মতো স্বাভাবিকভাবে পরিচালনা এবং এর মধ্যে সোডিয়ামের প্রবেশ ঘটিয়ে ক্যানসার সারিয়ে তোলা সম্ভব হতে পারে বলেও জানিয়েছেন এ গবেষক দল।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেনাথন চেজার বলেন, নিয়মতান্ত্রিক উপায়ে প্রক্রিয়াগুলো সম্পন্ন হলে লবণ হবে ক্যান্সারের ঘাতক।
বাংলাদেশ সময়: ১৬:০৮:৫৫ ৪০৮ বার পঠিত