সোমবার, ২৫ আগস্ট ২০১৪
ক্যালিফোর্নিয়ায় ৬ মাত্রার ভূমিকম্পে আহত ১৬০, জরুরি অবস্থা জারি
Home Page » আজকের সকল পত্রিকা » ক্যালিফোর্নিয়ায় ৬ মাত্রার ভূমিকম্পে আহত ১৬০, জরুরি অবস্থা জারিডেস্কঃযুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। রোববার স্থানীয় সময় ভোররাত ৩টা ২০ মিনিটে ন্যাপা এলাকার মাত্র ৬ মাইল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ন্যাপা ভ্যালিতে আঘাত হানে ভূমিকম্পটি। অ্যামেরিকান ক্যানিয়ন এলাকায় ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূ-গর্ভের ৬ দশমিক ৭ মাইল গভীরে। প্রাকৃতিক এ দুর্যোগে কেউ নিহত না হলেও, ছোটখাটো আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৬০ জনেরও বেশি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। স্থানীয় কুইন অব দ্য ভ্যালি হাসপাতালের জরুরি বিভাগে কমপক্ষে ১৬০ জনকে ছোটখাটো আঘাতের জন্য চিকিৎসা দেয়া হয়েছে। হাড় ভাঙা, স্থানচ্যুত হওয়ার ঘটনায় ১৩ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি হতে পারে।
এদিকে ভূমিকম্প আঘাত হানার পর জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন। ফায়ারপ্লেস ভেঙে পড়ে একটি শিশু আহত হলে, তাকে দ্রুত হেলিকপ্টারযোগে হাসপাতালে নেয়া হয়। এছাড়াও আরও কয়েকটি হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকজন। ভূমিকম্প আঘাত হানার পর অনেকেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বেশ কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে, কয়েকটি এলাকা এখনও বিদ্যুৎবিহীন রয়েছে, রাস্তাঘাতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প আক্রান্ত এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ন্যাপা এলাকার প্রতিটি মানুষ এ ভূমিকম্পে কোন না কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান সিএনএন’র আইরিপোর্টার ম্যালিসা কোভেন। ক্যালিফোর্নিয়া ভূমিকম্প কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লেন পোমেরয় বলছিলেন, ন্যাপায় উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক কোম্পানি বলছে, ভূমিকম্প আঘাত হানার পর সনোমা এলাকা ও এর আশপাশে কমপক্ষে ১৫ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭ হাজার ৩০০ মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিলেন। বেশ কিছু স্থানে গ্যাসের পাইপ ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি স্থানে আগুন ধরে গেছে। ফলে, গ্যাস সংযোগও বিচ্ছিন্ন রাখা হয়েছে কয়েকটি এলাকায়। কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় শপিং মল, হার্ডওয়্যারের দোকানের সাজানো শেলফগুলো পড়ে স্তূপাকাকৃতি ধারণ করেছে। অসংখ্য ভবনের জানালার কাঁচ ভেঙেছে, ছোটখাটো কয়েকটি ভবনও ধসে পড়েছে।
এর আগে ১৯৯৪ সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে ৬০ জন নিহত ও ৭ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। ২০ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। এরপর গত ২৫ বছরে এত বড় ভূমিকম্প আঘাত হানার ঘটনা এটাই প্রথম।
বাংলাদেশ সময়: ১৫:২৩:৩২ ৪১৭ বার পঠিত