রবিবার, ২৪ আগস্ট ২০১৪
নেত্রকোনার দুর্গাপুরে বন্যা,শতাধিক গ্রাম প্লাবিত
Home Page » আজকের সকল পত্রিকা » নেত্রকোনার দুর্গাপুরে বন্যা,শতাধিক গ্রাম প্লাবিত বঙ্গ-নিউজ ডটকমঃভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী দুকুল ছাপিয়ে উপজেলার ৭ টি ইউনিয়নের শতাধিক গ্রাম সহ দুর্গাপুর পৌরসভা প্লাবিত হয়েছে।
৮ দিনের টানা বর্ষনের মাঝে রবিবার দুপুর থেকে ঢলের পানি বাড়তে থাকে ব্যাপক হারে ,ভেঙ্গে যায় দাখিনাইল বাধ।
গ্রাম সহ পৌর শহরের বাড়ীঘরে পানি ঢোকে পড়ায় বানবাসী মানুষেরা দুর্ভোগ পোহাচ্ছেন। কলাগাছের ভেলা নৌকা সহ যে যে ভাবে পাড়ছেন পোশা প্রানিসহ নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। রবিবার রাতে জেলা প্রশাসক ড.তরুন কান্তি মজুমদার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।রাতেই উপজেলা প্রশাসন জরুরী ভিত্তিতে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছেন। স্থানীয় পুলিশ প্রশাসন দুর্গত এলাকাতে উদ্ধার তৎপরতায় টহলে বের হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪০ ৪০৬ বার পঠিত