রবিবার, ২৪ আগস্ট ২০১৪
নাটোরে শিক্ষকদের পিটুনিতে ৯ শিক্ষার্থী হাসপাতালে
Home Page » জাতীয় » নাটোরে শিক্ষকদের পিটুনিতে ৯ শিক্ষার্থী হাসপাতালেকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ নাটোর: নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয়ের কক্ষে প্রাইভেট পড়ানোর অনুমতি না দেয়াকে কেন্দ্র করে দশম শ্রেণীর নয় শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও তার ভাই সহকারী প্রধান শিক্ষক।রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় এই মারপিটের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ওই প্রধান শিক্ষক ও তার ভাইকে স্কুলের মধ্যে অবরুদ্ধ করে রাখে।
সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত বিষয়ে প্রাইভেট পড়ার জন্য প্রায় এক মাস ধরে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের কাছে একটি কক্ষ চেয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ৯টায় ১০-১২ জন শিক্ষার্থী একটি কক্ষের আবেদন জানায় সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের কাছে।
তারা জানায়, এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক একজন সাবেক শিক্ষকের কাছে বিকেল ৫টায় তারা গণিত প্রাইভেট পড়বে। এতে কক্ষ দিতে অস্বীকার করায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে তর্ক বিতর্ক’র এক পর্যায়ে প্রধান শিক্ষক লুৎফর রহমান ও তার ভাই সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক ফয়সাল ইসলাম ছাত্রদের বেত দিয়ে এলোপাথারি ভাবে পিটিয়ে আহত করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই প্রধান শিক্ষক ও তার ভাইকে স্কুলের মধ্যে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে আহত শিক্ষার্থীদের অভিভাবকরা।
আহত ছাত্ররা হলো, মাসুদ রানা (১৫), সোহেল রানা (১৫), সবুজ (১৪), খায়রল ইসলাম (১৫), রিপন (১৪), বাবু (১৫), ময়নুল (১৪) ও সুমন (১৪)।
আহত ছাত্ররা ও এক ছাত্রের অভিভাবক মুনছুর রহমান জানান, ওই প্রতিষ্ঠানে বহিরাগত আব্দুর রহিমসহ অনেক শিক্ষকই কক্ষ নিয়ে প্রাইভেট পড়ান। ছাত্রদের অন্যায়ভাবে মারা হয়েছে।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক সিংড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
তিনি জানান, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ছাত্রদের মারার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:০৭ ৩৬৩ বার পঠিত