রবিবার, ২৪ আগস্ট ২০১৪
দুর্গাপুরে প্রবীণদের নিয়ে কাজ করছে বারসিক
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে প্রবীণদের নিয়ে কাজ করছে বারসিকবঙ্গ-নিউজডেস্কঃনেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বে-সরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) অধিকার বঞ্চিত প্রবীণদের নিয়ে কাজ করছে।
বারসিক এমএন্ডসি অফিসার তোবারক হোসেন খোকন বলেন, হেল্প এইচ ইন্টারন্যাশনাল এর সহায়তায় বারসিক নেত্রকোনা সদর, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ২টি করে ইউনিয়ন এবং প্রতিটি ইউনিয়ন থেকে ১০টি করে গ্রাম বাছাই করা হয়েছে। প্রতিটি গ্রাম থেকে সুবীধা বঞ্চিত প্রবীণদের তালিকা প্রনয়ন এর পাশাপাশি তাঁদের অধিকার আদায়ে পথ নাটক, জারীগান, বাউল, পালাগান আদিবাসীগান সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ ও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে জানান দেয়া হবে। তাঁর মধ্যে প্রবীণদের বয়স্ক ভাতা ৩শ থেকে ১হাজার টাকা, হাসপাতালে চিকিৎসা সেবায় প্রবীণদের জন্য আলাদা ব্যাবস্থা করা, যানবাহনে প্রবীণদের জন্য পৃথক বসার ব্যাবস্থা, নিজ পরিবারে সম্মানের সহিত বসবাসের ব্যাবস্থা গ্রহনে সুযোগ নিশ্চিত এর ব্যবস্থা করন। ৫টি ষ্টে হোল্ডারদের নিয়ে ৩বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে এর মধ্যে প্রবীণ জনগোষ্ঠী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যম, সাংস্কৃতিক দল/ব্যাক্তি, সুশিল সমাজ ও স্থানীয় সরকার এর মাধ্যমে প্রবীণদের অধিকার ও স্বীকৃতি নিশ্চিত করণের লক্ষ্যে কাজ নিশ্চত করা। ইতোমধ্যে স্থানীয় সাংস্কৃতিক দলের তালিকা প্রস্তত করা হয়েছে। তাঁদের প্রশিক্ষনের পর অল্প কিছু দিনের মধ্যেই বিভিন্ন স্থানে সচেতনতামুলক সাংস্কৃতিক প্রচারভিযান শুরু হবে।
বাংলাদেশ সময়: ১২:১১:২৯ ১৩০১ বার পঠিত