শনিবার, ২৩ আগস্ট ২০১৪
নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ঢাবি থেকে আটক ২
Home Page » আজকের সকল পত্রিকা » নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ঢাবি থেকে আটক ২ডেস্ক:সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুই পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সকালে এ ঘটনা ঘটে। ওই দিকে রাতে তুচ্ছ ঘটনায় বাস ভাঙচুর করায় বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে সাত ছাত্রকে বের করে দেয়া হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সোনালী ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার চেষ্টা করে কয়েকজন। এ সময় দু’জনকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। তারা হলেন মো: শামসুজ্জামান ও তৌকির আহমেদ। দু’জনের বাড়িই কুষ্টিয়ার দৌলতপুর থানায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ বলেন, পরীক্ষায় জালিয়াতি করায় দু’জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। তবে আমি ক্যাম্পাসে না থাকায় তাদের বিষয়ে বিস্তারিত জানতে পারিনি।ওই দিকে রাত ১০টার দিকে রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা যায়, এ সময় সলিমুল্লাহ মুসলিম হলের প্রথমবর্ষের শিক্ষার্থীরা অন্তত সাত থেকে আটটি বাস ভাঙচুর করে। এ ঘটনায় ছাত্রলীগ হল থেকে সাতজনকে বের করে দেয়। তারা হলেন- আশু, হিরণ, সোহানী, রানা, কামাল, মাহবুব ও অজ্ঞাত একজন।
এ বিষয়ে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদার মো: নিজামুল ইসলাম বলেন, কাউকে হল থেকে বের করা হয়নি। কয়েকজনের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল তা মিটিয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:০৯:৩২ ৩৬৯ বার পঠিত