শুক্রবার, ২২ আগস্ট ২০১৪

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস: সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে -

Home Page » জাতীয় » ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস: সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে -
শুক্রবার, ২২ আগস্ট ২০১৪



zoha.jpgবঙ্গ-নিউজ ঃ ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রেপ্তার সাবেক এক সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।1

গ্রেপ্তার ওই কর্মকর্তার নাম মো. সামসুজ্জোহা (৪৫)। তিনি মেজর পদে থাকা অবস্থায় সম্প্রতি অবসর নেন বলে পুলিশ জানিয়েছে।

সামসুজ্জোহাকে বুধবার ঢাকার ভাটারা থানা এলাকার জিপি হাউসের দশম তলা থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

সেনাবাহিনী থেকে অবসরের পর সামসুজ্জোহা গ্রামীণফোনে চাকরি নেন বলে পুলিশ জানিয়েছে।

মাসুদুর রহমান  বলেন, গ্রেপ্তারের সময় সামসুজ্জোহার ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

এরপর সামসুজ্জোহার বিরুদ্ধে কাফরুল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে পুলিশ।

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত গোয়েন্দা পুলিশকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম  বলেন, “সামসুজ্জোহা নিজ নামেই ফেইসবুক ব্যবহার করতেন। কেন তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, তা আমরা খতিয়ে দেখছি।”

বাংলাদেশ সময়: ১০:৩৪:২৩   ৩৯৭ বার পঠিত