বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০১৪

আবারও নবজাতক চুরি হলো, ঢাকা মেডিক্যাল থেকে

Home Page » আজকের সকল পত্রিকা » আবারও নবজাতক চুরি হলো, ঢাকা মেডিক্যাল থেকে
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০১৪



image_67212_0gif.jpgডেস্ক রিপোর্টঃ
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে আবারো এক নবজাতক চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, গত দু’দিন আগে রুনা আক্তার (২৫) নামে এক সন্তান সম্ভাবা মা ঢাকা মেডিক্যালের গাইনি বিভাগের ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। বুধবার সকালে তিনি জমজ সন্তান প্রসব করেন। এরপর থেকে অজ্ঞাত এক মহিলা রুনা আক্তারের বেডের পাশে ঘোরাঘুরি করতেন। রুনার স্বজনরা ওই মহিলার পরিচয় জানতে চাইলে পাশের ওয়ার্ডে রোগী আছে বলে জানান। সময় না কাটায় তিনি ঘোরাঘুরি করছেন বলে দাবি করেন। এক পর্যায়ে ওই মহিলার সাথে রুনার পরিবারের সদস্যদের সখ্যতা গড়ে ওঠে। আজ সকালে বাচ্চা দু’টি কান্নাকটি করলে একটি বাচ্চাকে রুনা সান্ত্বনা দেয়ার চেষ্টা করছিলেন। অন্য বাচ্চাটি ওই মহিলা কান্না থামানোর নাম করে বাইরে নিয়ে যান। এরপর হঠাৎ করে ওই মহিলা উধাও হয়ে যান।

পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও ওই মহিলা ও বাচ্চাটিকে পাওয়া যায়নি।

এর আগেও কয়েকবার ঢাকা মেডিক্যালের গাইনি ওয়ার্ড থেকে নবজাতক চুরি হয়েছে। কিন্তু তদন্ত হলেও চুরি বন্ধ হয়নি।

ঢাকা মেডিক্যালের ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, শিশুটির স্বজনরা এ ব্যাপারে একটি অভিযোগ দিয়েছেন। হাসপাতালের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়েছে। তবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্দেভাজন ওই মহিলাকেও পাওয়া যায়নি।

মেডিক্যাল কর্তৃপক্ষ এ ব্যাপারে একটি তদন্ত কমিটি করবে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:০০:৪০   ৪১৭ বার পঠিত