সোমবার, ৬ মে ২০১৩

দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ

Home Page » প্রথমপাতা » দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ
সোমবার, ৬ মে ২০১৩



digontoislami_tv.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ জামায়াত-বিএনপি জোট সংশ্লিষ্ট হিসাবে পরিচিত বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেয়া হয়েছে।দিগন্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জিয়াউল কবির সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা এসে সম্প্রচার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন এবং কিছু যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যান।”

সোমবার ভোর ৪টা ২৪ মিনিট থেকে সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানান তিনি।

আর আগে রাত ২টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইসলামিক টিভির কাযালয়ে গিয়ে সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়ে সম্প্রচার কক্ষে তালা লাগিয়ে দেন বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক শামস এস্কেন্দার।

তিনি বলেন, রাত আড়াইটা থেকে তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও বিটিআরসির কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

বিটিআরসি বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্প্রচার বন্ধের কোনো চিঠি বা নির্দেশনা দেখাননি জানিয়ে দিগন্তের সুমন বলেন, “তারা বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটা করা হচ্ছে।”

ইসলামিক টিভির শামস অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার কার্যালয়ে প্রবেশ করে ভাংচুরও চালিয়েছে।

দিগন্ত টেলিভিশন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মীর কাসেম আলী।

দৈনিক নয়া দিগন্তও এ প্রতিষ্ঠানেরই একটি প্রকাশনা।

আর ইসলামিক টেলিভিশন চালু করেন বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দার। তার ছেলে শামস এখন প্রতিষ্ঠানটির দেখভাল করছেন।

বাংলাদেশ সময়: ১২:৫৬:০৭   ৪৬৩ বার পঠিত