সোমবার, ১৮ আগস্ট ২০১৪

সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Home Page » জাতীয় » সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সোমবার, ১৮ আগস্ট ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ image_94781_0.jpg ঢাকা: সদ্য গেজেট হওয়া জাতীয় সম্প্রচার নীতিমালাকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

রিটে সম্প্রচার নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ও তথ্য সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিট বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এটি সংবিধানের ১১, ২৬ ও ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। এই নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।মঙ্গলবার আবেদনটি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে শুনাতি হতে পারে বলে তিনি জানান।

গত ৪ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে জাতীয় সম্প্রচার নীতিমালার অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:০৯:১১   ৪৭০ বার পঠিত