শনিবার, ১৬ আগস্ট ২০১৪

পিনাক মালিকের ছেলে কারাগারে

Home Page » সংবাদ শিরোনাম » পিনাক মালিকের ছেলে কারাগারে
শনিবার, ১৬ আগস্ট ২০১৪



munshiganjpic2.jpgবঙ্গ-নিউজঃ লঞ্চডুবির মামলায় গ্রেপ্তার পিনাক-৬ এর মালিকের ছেলে ওমর ফারুক লিমনকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে পুলিশ।
ঢাকায় গ্রেপ্তার লিমনকে শনিবার মুন্সীগঞ্জের আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতের আবেদন জানানো হয়।

লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানান, সোমবার ওই আবেদনের শুনানির দিন ঠিক করে বিচারক লিমনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পিনাক-৬ ডুবির মামলায় লিমন ৩ নম্বর আসামি। তিনি লঞ্চের তত্ত্বাবধানের পাশাপাশি টিকিট বিক্রি দেখভাল করতেন বলে জানান ওসি তোফাজ্জল।

লিমনের বাবা আবু বকর সিদ্দিকও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে পুলিশ।

কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার পথে গত ৪ এপ্রিল মাঝনদীতে ডুবে যায় পিনাক-৬। এর অর্ধশত যাত্রীর লাশ মিললেও লঞ্চটি সনাক্ত বা উদ্ধার করা যায়নি।

ওই ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ছয় জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূইয়া।

বাংলাদেশ সময়: ১৮:২৪:০২   ৪০৮ বার পঠিত