শনিবার, ১৬ আগস্ট ২০১৪
হুমকির মুখে মেঘনা সেতু
Home Page » আজকের সকল পত্রিকা » হুমকির মুখে মেঘনা সেতুবঙ্গ-নিউজঃ বালু উত্তোলনের মহোৎসব চলছে মেঘনাঘাটে। এতে হুমকির মুখে পড়েছে মেঘনা সেতু। মেঘনা সেতুর পিলার ঘেঁষে নদী থেকে অবৈধভাবে বালু তুলে গড়ে তোলা হচ্ছে অবৈধ বালুমহাল। মেঘনা সেতুর আশপাশের তিন কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও তা মানছে না বালু ব্যবসায়ীরা। এ অবস্থায় সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরে যাচ্ছে।
এমনকি সেতুর ৬ নম্বর পিলারের নিচে স্কাউরিং সৃষ্টি হয়েছে।বালু উত্তোলক চক্রের মূল হোতা নারায়ণগঞ্জের সাত খুনের আসামি নূর হোসেন দেশে না থাকলেও তার সহযোগীরা অবৈধ বালু উত্তোলনে বসে নেই। ইতিমধ্যে অবৈধ বালু উত্তোলনকারী হোতাদের তালিকা তৈরি করেছে প্রশাসন। তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশনাও দেওয়া হয়েছে।এদিকে মেঘনা সেতুর কাছে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আটকের নির্দেশ নিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে মেঘনা সেতু এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় মন্ত্রী বলেন, মেঘনাঘাটে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে মেঘনা সেতু হুমকির মুখে পড়েছে।
মন্ত্রী তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিহ্নিত এ মহলটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন। মন্ত্রী বলেন, নূর হোসেন দেশে না থাকলেও তার সহযোগীরা এখনো তৎপর রয়েছে। সেতু রক্ষা করতে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
অবৈধভাবে বালু তোলার ফলে সেতুটির কয়েকটি পিলারের চারপাশ থেকে প্রায় ২০ মিটার পর্যন্ত মাটি সরে গেছে। এতে সেতুটি ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। এসব কারণে সেতুটির ভারবহন ক্ষমতাও অনেকাংশে কমে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেতুর সবচেয়ে বিপজ্জনক দিক হলো পিলারের পাশ থেকে মাটি সরে যাওয়া। আর এ সেতুর মাটি সরে যাওয়ার ঘটনা প্রথম ধরা পড়ে ২০০৪ সালে। জানা গেছে, মেঘনা সেতুর ৬, ৭, ৮ ও ৯ নম্বর পিলারের চারপাশে ২০ মিটার পর্যন্ত মাটি সরে যাওয়ায় এর ভারবহন ক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছে। সম্প্রতি জাইকার সার্ভে রিপোর্টেও এসব পিলারকে বিপজ্জনক বলে সতর্ক করা হয়েছে। গাড়িগুলোকে এসব ধাপ পার হতে হচ্ছে খুব সাবধানে।
এ সময় পুরো সেতু দফায় দফায় কেঁপে উঠছে।স্থানীয়ভাবে জানা যায়, স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশেই বালু উত্তোলনকারী চক্র নদী থেকে ড্রেজারের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমনকি অনেকে রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজারের সাহায্যে নদী থেকে বালু তুলে তাদের কারখানার জায়গা ভরাট করছেন। কোনোভাবেই সরকারি নিষেধাজ্ঞা তারা মানছেন না। সোনারগাঁ উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, কয়েকটি কারখানা কর্তৃপক্ষ প্রশাসনের অনুমতি ছাড়া ড্রেজারের সাহায্যে বালু তুলছেন। অবৈধভাবে বালু তোলার কারণে হুমকিতে রয়েছে মেঘনা সেতু। দ্রুত এসব অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৯:৪২:৩২ ৫৩৪ বার পঠিত