সোমবার, ৬ মে ২০১৩

দৈনিক বাংলা ও ফকিরাপুলে সংঘর্ষ

Home Page » জাতীয় » দৈনিক বাংলা ও ফকিরাপুলে সংঘর্ষ
সোমবার, ৬ মে ২০১৩



hafajot00120130505113208.jpgবঙ্গ-নিউজ ডটকম :ঢাকা অবরোধ এবং সমাবেশের পর রাজধানীর পল্টন, মতিঝিল, বায়তুল মোকাররম মসজিদ এলাকাজুড়ে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে হেফাজতে ইসলামের কর্মীরা। এরই ধারাবাহিকতায় রোববার রাতেও রাজধানীর দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। ফুটপাতের দোকান, রাস্তার আইল্যান্ডে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি হেফাজত কর্মীরা এ সময় পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টিয়ারগ্যাস ও রাবারবুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিলো। এদিকে একই সময় শাপলা চত্বরের অদূরে মতিঝিল থানার সামনে মুখোমুখি অবস্থানে রয়েছে হেফাজত কর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সেখানকার পরিস্থিতি এখনও শান্ত। পুলিশের সতর্ক অবস্থানের কারণে সেখানে সংঘর্ষে জড়াতে পারেনি হেফাজত। এর আগে অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া হেফাজত কর্মীদের একটি অংশ রোববার দিনজুড়ে ব্যাপক তাণ্ডব চালায় বায়তুল মোকাররম এলাকায়।পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার পাশাপাশি হেফাজত কর্মীরা এ সময় আগুন দেয় বায়তুল মোকাররমের তিন দিকের ফুটপাতের দোকান, জুয়েলারি ও ব্যাংকের এটিএম বুথে। হেফাজতের হামলার জবাবে পুলিশ রাবার বুলেট-টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।হেফাজতের সমর্থকরা এ সময় ৠাংগস ভবনে থাকা কেএফসি, মোবাইল অপারেটর রবির কার্যালয়, কমিউনিস্ট পার্টির অফিস, হাউজ বিল্ডিংয়ের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

বাংলাদেশ সময়: ০:১৭:৩৩   ৫৪২ বার পঠিত