বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০১৪

বঙ্গবন্ধু রাষ্ট্রবিপ্লব করেছিলেন,তাঁর কন্যা সমাজ বিপ্লব শুরু করেছেন-লতিফ সিদ্দিকী

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গবন্ধু রাষ্ট্রবিপ্লব করেছিলেন,তাঁর কন্যা সমাজ বিপ্লব শুরু করেছেন-লতিফ সিদ্দিকী
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০১৪



image_66046_01.jpgডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় রাষ্ট্রবিপ্লব করেছিলেন। তাঁর কন্যা এখন সমাজ বিপ্লব শুরু করেছেন।মানুষের জীবন-জীবিকার উন্নয়ন সাধনের মাধ্যমে এই সমাজ বিপ্লব সফল করতে হবে। বৃহস্পতিবার বেলা এগারটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এ কথা বলেন।মন্ত্রীবলেন,বঙ্গবন্ধু তাঁর নেতৃত্ব গুণে মানুষকে আকৃষ্ট করেই জাতির পিতা হয়েছেন।
তিনি মনে করতেন, সংহতি অনেক শক্তিশালী। এ জন্য বঙ্গবন্ধু মানবতার কল্যাণে, মানুষের অধিকার আদায়ের স্বার্থে সংহতি প্রকাশে বিশ্বাসী ছিলেন। সভায় আলোচকের বক্তব্যে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. খুরশীদা বেগম বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মোহ গবেষণা এখনো হয়নি। তাঁকে নিয়ে শাস্ত্রীয় গবেষণার সংখ্যাও কম।বঙ্গবন্ধু বাংলা অঞ্চলকে সাম্প্রদায়িকতা মুক্ত করেছিলেন। এ অঞ্চলের পুরো জনগোষ্ঠিকে তিনি একত্র করতে পেরেছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও সরকারি কর্মকমিশনের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

বাংলাদেশ সময়: ২২:৩৪:২২   ৩৮৩ বার পঠিত