রবিবার, ৫ মে ২০১৩
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
Home Page » জাতীয় » সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাবঙ্গ-নিউজ ডটকম : উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সন্দ্বীপ, রাঙামাটি ও মাইজদীকোর্টে ভারি বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, সিলেট, শ্রীমঙ্গল, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়।
বাংলাদেশ সময়: ১৯:৫৩:২৫ ৫২৩ বার পঠিত