সোমবার, ১১ আগস্ট ২০১৪

কণ্ঠরোধ নয়, গণমাধ্যমের কল্যাণেই সম্প্রচার নীতিমালা: দাবি তথ্যমন্ত্রীর

Home Page » জাতীয় » কণ্ঠরোধ নয়, গণমাধ্যমের কল্যাণেই সম্প্রচার নীতিমালা: দাবি তথ্যমন্ত্রীর
সোমবার, ১১ আগস্ট ২০১৪



image_93924_0.jpg কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দাবি করেছেন, সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য নয়, বরং এটি হবে গণমাধ্যমের জন্য কল্যাণকর।

সম্প্রচার নীতিমালা নিয়ে সোমবার সচিবালয়ের তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী দাবি করেন, সম্প্রচার নীতিমালায় তথ্য মন্ত্রণালয়কে কোনো ক্ষমতা দেয়া হয়নি। বরং মন্ত্রণালয় সম্প্রচার মাধ্যমের ওপর থেকে বিদ্যমান দায়িত্ব গুটিয়ে নিয়ে কমিশনের হাতে সেই দায়িত্ব অর্পণের জন্য স্বপ্রণোদিত হয়ে এই নীতিমালা প্রণয়ন করেছে।ইনু বলেন, দেশের বিদ্যমান আইনবিধি ও প্রবিধি মেনে প্রতিবেশীসহ অন্যান্য দেশের সম্প্রচার আইন পর্যালোচনা করে সম্প্রচার নীতিমালা করা হয়েছে। এটি তুলনামূলকভাবে সবচেয়ে উদার ও গণতান্ত্রিক নীতিমালা।

তথ্যমন্ত্রী জানান, সম্প্রচার নীতিমালা দিক নির্দেশনামূলক। এটি কোনো আইন নয়। এতে শাস্তির কোনো বিধানও নেই। তাই কণ্ঠরোধের বিষয়টি সম্পূর্ণ অমূলক ও কল্পনাপ্রসূত।

নীতিমালার যেসব বিষয় নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে, সে বিষয়গুলো তুলে ধরে সংবাদ সম্মেলনে তার ব্যাখ্যা দেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:১৫   ৩৪১ বার পঠিত